অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইলিশা লঞ্চঘাটে পরিবহন ভাড়া নির্ধারণ করলেন ম্যাজিস্ট্রেট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ রাত ১১:৩৩

remove_red_eye

৩৮৩

 বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার ইলিশা লঞ্চঘাটে ঢাকা ও চট্টগ্রাম থেকে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের জিম্মি করে সিএনজি , ইজিবাইক, রিকশা ১০গুন বেশি ভাড়া নেয়ার অভিযোগে বুধবার দুপুরে ওই এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আলী সুজা। এ সময় ঘাট ইজারাদার হোসেন শহীদ সরোয়াদ্দি মাস্টার ও ঘাট ম্যানেজার মোঃ মহসিনসহ সকল পরিবহন চালকদের ডেকে আনা হয়। উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ অপুসহ ভোলার প্রিন্ট ও ইলেকট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকবৃন্দ,  জেলা সুজনের সম্পাদক নাসির লিটনসহ ভোলা স্বার্থরক্ষা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। ঈদে বাড়ি ফেরা যাত্রীদেও কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে সর্তক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে আগের ভাড়া ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে উপস্থিত যাত্রীদের মতামতের ভিত্তিতে ইজিবাইক বা বোরাক , জিএনজি, মাহেন্দ্র এ ধরনের যানবাহনে ইলিশা থেকে জেলা শহর পর্যন্ত  যাত্রী প্রতি ৩০ টাকা ও রিজার্ভ নিলে ইঞ্জিন রিকসা প্রতি ১০০ টাকা থেকে দেড়শ টাকা, বোরাক দেড়শ টাকা থেকে আড়াইশ টাকা নির্ধারণ করা হয়। ঈদ মৌসুমের ৭ দিন এই হারের বেশি ভাড়া নেয়া যাবে না বলে ঘোষনা করা হয়। এই তালিকা টানিয়ে দেয়ার জন্য ঘাট ইজারাদারকে নির্দেশ দেয়া হয়। যাত্রীরা অভিযোগ করেন গত দুই দিন ধরে হঠাৎ করেই বোরাট বা ইজিবাইক রিজার্ভ নিতে গেলেই দেড়শ টাকার ভাড়া ৫শ থেকে ১ হাজার টাকা আদায় করতে থাকে সিন্ডিকেট চালকরা। এ ছাড়া মাহেন্দ্র বা ইজিবাইকে যাত্রী প্রতি ৫০ টাকা থেকে দেড়শ টাকা দিতে বাধ্য করা হচ্ছিল। এ নিয়ে যাত্রীদের সঙ্গে কথাকাটাকাটি হাতাহাতি হচ্ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা জানান, প্রথম দিন সবাইকে সর্তক করা হয়েছে । কেউ নির্ধারিত ভাড়ার বেশি নিলে তাকে এর পর থেকে জরিমানা ও শাস্তি দেয়া হবে।





আরও...