অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনের ৪ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলো ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০১৯ রাত ০৯:০৩

remove_red_eye

৮২৩

 

লালমোহন প্রতিনিধি : লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ৪ শিক্ষার্থী। এবছর ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জান্নাতুল ফেরদাউস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সৈকত চন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাজমুস সাকিব ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাসিফ আব্দুল নিঝুঁম সুযোগ পায়। এরা লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে সুযোগ পায় জান্নাতুল ফেরদাউস। সে ২০১৬ সালে লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও ২০১৮ সালে এইচএসসি পাস করে। তার বাবা একেএম ফখরুল ইসলাম লালমোহন কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পৌরসভার ৭নং ওয়ার্ডে তাদের বাড়ি।
একই সাথে দুই বিশ্ববিদ্যালয়ে সুযোগ পান লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের ছাত্র হাসিফ আব্দুল নিঝুঁম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় নিঝুম। তবে সে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তার বাবা মো: আব্দুল হাই চতলা মোহাম্মদীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
চরভূতা নমগ্রামের কার্তিক চন্দ্র বেপারীর ছেলে সৈকত মন্ডল। লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের ২০১৬ সালের এসএসসি ব্যাচের চাত্র। সে সুযোগ পায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান বিভাগে।
পৌরসভার ১২নং ওয়ার্ডের মো: আব্দুর রহিমের ছেলে নাজমুস সাকিব ২০১৭ সালে লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ভর্তির সুযোগ পায়।