অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে নৌকা ডুবিতে মামা ভাগ্নে নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:০২

remove_red_eye

১২২৩


এ আর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশনের আয়শাবাগ বেতুয়া নদীতে  মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মামা রাজিব (১৮) ও ভাগ্নে রাকিব (১৩) নামের দুইজন নিহত হয়েছে। আসলামপুর ইউপি চেয়ারম্যান  সিরাজুল ইসলাম জানান, সর্ম্পকে নিহত ২ জন মামলা ভাগ্নে। নিহত রাজিব চরফ্যাশন উপজেলার আয়শাবাগ গ্রামের হারুন অর রশিদের ছেলে। রাকিব ভোলা সদর উপজেলার ভেলুমিয়া গ্রামের বারেক মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানান, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসলামপুরে রাকিব তার নানা বাড়ীতে বেড়াতে এসেছে দুই দিন পূর্বে। রবিবার রাতে মামা রাজিবের সাথে মাছ ধরার জন্যে মধ্যরাতে সখের বসে মাছ ধরতে যায়। এসময় ওই ট্রলারে আরো ৭জনসহ তারা ঘুমিয়ে পড়ে। প্রচন্ড জোয়ারের তোরে হঠাৎ নৌকাটি পানিতে উল্টে ডুবে যায়। এসময় নৌকার অন্যান্য জেলেরা উদ্ধার পেলেও রাজিব ও রাকিব নৌকার ভিতর থেকে বের হতে পারেনি। পরে স্থানীয়রা নৌকার ভিতর থেকে ওই ২ জনের মৃতদেহ উদ্ধার করে।
সিরাজ অ

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, রাকিব তার নানা বাড়িতে বেড়াতে এসে নানা বাড়ির পাশের বাড়ির রাজিবের সাথে নাগর মাঝির নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায়। পরে নৌকা ডুবে তার মারা যায়। স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মামা ভাগ্নের লাশ আয়শাবাগ গ্রামে হারুনের বাড়ীতে পৌছার সাথে সাথে স্বজনদের মাঝে শোকের মাতম চলে।