অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের শাহাদাত বার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ সকাল ১১:৫৩

remove_red_eye

৩৫৭

বাংলার কণ্ঠ প্রতিবেদ: ভোলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বীরশ্রেষ্ঠের ভাজিতা মোঃ সেলিমের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠের ছোট ভাই মোঃ মোস্তাফিজুর রহমান ও তাদের পরিবারের সদস্যসহ ওই কলেজের প্রভাষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের বীরত্ব নিয়ে আলোচনা ও সৃস্মি চারণ করা হয়। পরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের রুহের মাগফেরত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম হাজীপুর গ্রামে ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল। এবং ১৯৭১ সালের ১৮ এপ্রিল ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউয়া দেশের জন্য যুদ্ধে শহীদ হন এই বীরসন্তান।






আরও...