অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখান প্রেসক্লাবের সম্পাদক সড়ক দুর্ঘটনায় আহত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ সকাল ১১:৪৫

remove_red_eye

৩০২

দৌলতখান সংবাদদাতা: ভোলার দৌলতখানে সড়ক দুর্ঘটনায় মেহেদী  হাসান শরীফ নামে এক সাংবাদিক আহত হয়েছে। মঙ্গলবার দৌলতখান পশু হাসপাতাল মোড় সড়কে এঘটনা ঘটে। মেহেদী হাসান শরীফ দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের দৌলতখান প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মেহেদী হাসান শরীফ বাড়ি থেকে দৌলতখানে মোটরবাইকে আসার পথে পশু হাসপাতাল মোড়ে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত দ্রæত গতির একটি অটোরিকশা রং সাইডে আসলে দূর্ঘটনার সূত্রপাত ঘটে। সড়ক দূর্ঘটনায় তার বাম হাতের হাড় ভেঙে যায়। গুরুতর আহত সাংবাদিক শরীফকে চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে। দৌলতখান প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, উপজেলার বিভিন্ন সড়কে ব্যাটারী চালিত অটোরিকশা, কেরকাট্রলী-ট্রাক, মোটরসাইকেল ও বেপরোয়া গতির বিভিন্ন যানবাহন চালানোর ফলে দৌলতখানে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।