অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে এমপি মুকুলের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ সকাল ১১:৪৩

remove_red_eye

২৫৫

দৌলতখান সংবাদদাতা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিনের আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে দৌলতখানের হাজিপুর ইউপির নেতাকর্মীদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এ নগদ অর্থ বিতরণ করেন। এ ছাড়াও তিনি দৌলতখান ও বোরহানউদ্দিন ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মাঝে গদ অর্থ বিতরণ করেন।

ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পেয়ে হাঁসি ফুটেছে নেতাকর্মীদের মাঝে। এসময় দৌলতখান ও বোরহানউদ্দিনের উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।