অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন মোরাদ হোসেন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ সকাল ১১:৪২

remove_red_eye

২৪০

চরফ্যাশন প্রতিনিধি: ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন সম্মাননা পেয়েছেন। মঙ্গলবার (১৮এপ্রিল) সকালে ভোলায় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ মোরাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।
এ সম্মাননা অর্জনে তিনি ভোলা  পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও চরফ্যাশন থানায় কর্মরত সকল পুলিশের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ধারাবাহিকতা অব্যহত রেখে চরফ্যাশন থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সকলের সহযোগীতা কামনা করে অনুভূতি প্রকাশ করেন অফিসার ইনচার্জ মোরাদ হোসেন । এসময় ভোলা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।