অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কাভার্ডভ্যান সিএনজি সংঘর্ষে নিহত-৩


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২৩ রাত ০৯:৫০

remove_red_eye

২৮৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় মালবাহী কাভার্ডভ্যানের চাপায় সিএনজির তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন সুজিত গোলাদার (৩০), শুভ চন্দ্র (২০) ও লিটন হাওলাদার (৩৮)। এ ঘটনায় সিএনজির চালকসহ আরো ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা    হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) দুপুর দেড় টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপজেলার বকশেআলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ভোলার লালমোহন থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ভোলা শহরের দিকে আসছিল। এসময় দৌলতখান উপজেলার বকশে খালী ব্রিজের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি মালবাহী কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এসময় সংর্ঘষে  ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। পরে আহতদের মধ্য থেকে শুভ চন্দ্র নামের একজনকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। নিহত সুজিত লালমোহন উপজেলার কালমা ৩নম্বর ওয়ার্ডের নির্মল গোলদারের ছেলে, শুভ চন্দ্র তজুমদ্দিন উপজেলার গোলকপুর এলাকার বাদল চন্দ্রের ছেলে ও লিটন বরগুনা জেলার আমতলী উপজেলার বর্দা কান্ত হাওলাদারের ছেলে। এরা তিন জনই কীর্তনে গান গাইতেন বলে নিশ্চিত করেন বাংলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাকির হোসেন। অপরদিকে এই সড়ক দুর্ঘটনায় সিএনজির চালকসহ আরো তিন জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মো. রুবেল, ইলিশা ইউনিয়নের জহিরুল ইসলাম ও পটুয়াখালী জেলার পরিমল।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও বাকী এক জনকে বোরহানউদ্দিন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে বলে শুনেছেন। তিনি আরো জানান, কাভার্ডভ্যানটি সিএনজিটিকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি।





আরও...