অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২৩ রাত ০৯:৪৬

remove_red_eye

২৬২

তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা  পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম এর সভাপতিত্বে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। ১৭ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত  সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল মিয়া। অন্যানের মধ্যে  বক্তব্য রাখেন তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃমুরাদ হোসেন, উপজেলা  ভাইস চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন  পোদ্দার, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল্যাহ কিরন, চাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মিয়া, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো: রাসেল মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।  বক্তাগণ মুজিব নগর দিবসের বিভিন্ন  বিষয়ের উপর আলোচনা করেন। এরআগে উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম'র সভাপতিত্বে রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।