অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে বঙ্গবন্ধু দাবা টুর্নামেন্টের উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২৩ রাত ০৯:৪৩

remove_red_eye

২১৮

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বঙ্গবন্ধু দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, যে সমাজে ক্রীড়া চর্চা বেশি, সে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। খেলাধুলাই পারে তরুণ ও যুব সমাজকে যেকোনো ধরনের অপরাধ থেকে দূরে রাখতে। এজন্যই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়াক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দিয়েছেন। যার ফলে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ এখন অনন্য-সম্মানীত।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আহাদুল ইসলাম সুজন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





আরও...