অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে মুজিবনগর দিবসে আলোচনা সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২৩ রাত ০৯:৪২

remove_red_eye

২২৬

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এমপি শাওন তার বক্তব্যে বলেন, আজকের দিনটি হলো বাংলাদেশের ইতিহাসের অনন্য দিন। ১৯৭১ সালে আজকের এইদিনে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্যদিয়ে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের সরকার পরিচালনার প্রাতিষ্ঠানিক রুপ পায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদারসহ আরো অনেকে।  





আরও...