অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে ভোলায় অনুপস্থিত ২৩৮


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৪৮

remove_red_eye

৬১৩



আকতারুল ইসলাম আকাশ :  বরিশাল বিভাগের ভোলা জেলায় এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ২৩৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে এসএসসিতে ৭৩ জন, দাখিল ১৪৩ জন ও কারিগরিতে ২২ জন। জেলা শিক্ষা অফিস জানায়, জেলার ২১ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২১ হাজার ৫৭২ জন। জেলার সাত উপজেলায় এসএসসির জন্য কেন্দ্র মোট ২৩টি। ১৮৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর মোট এসএসসিতে ১৪ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

অন্যদিকে দাখিলে জেলায় মোট কেন্দ্র ১৫টি। এখানকার ২৩৩টি মাদ্রাসা থেকে মোট পরীক্ষায় অংশ নিয়েছেন ৬ হাজার ২২ জন। এছাড়া কারিগরিতে মোট ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৯৬ জন পরীক্ষার্থী আটটি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, প্রথম দিনে প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়া হয়েছে। আশা করি সামনের দিনগুলোতেও কমলমতি শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দেবে।