অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মুজিবনগর দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে মেয়র তাপসের শ্রদ্ধা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২৩ দুপুর ০২:৩১

remove_red_eye

২০৯

ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।             
তিনি আজ ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।    
পরে মেয়র বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 
শ্রদ্ধা নিবেদন শেষে ব্যারিস্টার শেখ তাপস বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নেতৃবৃন্দের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের স্থানীয় এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস





আরও...