অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ রাত ০৮:৫৮

remove_red_eye

২৩৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পড়ানগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাব ভোলা এর উদ্যোগে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় ৩শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।  শনিবার সকাল ১০টায় খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ভোলা সরকারি কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহাবুব আলম।
বক্তব্য রাখেন ক্লাবের ্উপদেষ্টা দৈনিক ভোলাবানীর সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক,  এড. বিথী ইসলাম, উপদেষ্টা মশিউর রহমান পিংকু, উপদেষ্টা শারমিন জাহান শ্যামলি, উপদেষ্টা অনোয়ার পারভেজ ,ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন ও  সমন্বয়ক মোঃ হারুন অর রশীদ।
ভোলা সদর উপজেলার , কাচিয়া, পুর্ব ইলিশা , পশ্চিম ইলিশা, বাপ্তা, উত্তর দিঘলদি সহ ৫টি  ইউনিয়ন ও পৌর এলাকার ওয়েষ্টার্নপাড়া, চরনোয়াবাদ, এলাকার দুস্থদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ৬ কেজি চাল, দেড় কেজি মশুরডাল ও ১ লিটার সয়াবিন তেল।
খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষগুলো রমজানে এমন প্রাপ্তি তাদের মুখে হাসি ফুটিয়েছে বলে জানান দুঃস্থরা।





আরও...