অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ | ৩০শে পৌষ ১৪৩১


রাজধানীতে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনা খতিয়ে দেখছে সরকার : পরিকল্পনামন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ রাত ০৮:৪৪

remove_red_eye

১৪৭

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সরকার রাজধানীর বিভিন্ন মার্কেটে সংঘঠিত নাম্প্রতিক অগ্নিকান্ডের বিষয়গুলো খতিয়ে দেখছে।
তিনি বলেন, ঢাকার বড় বড় মার্কেটে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। বিষয়টি খুবই দু:খজনক। দেশে একটি গোষ্ঠী আছে যারা সব সময় দেশের মানুষের ক্ষতি করতে চায়।
এম এ মান্নান আজ দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  উদ্যোগে আয়োজিত গভীর নলকূপ ও ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠান শেষে এ কথা বলেন। ।
এম এ মান্নান বলেন, দেশে বিদ্যুৎতের কোন সংকট নেই। আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাচ্ছি। তবে হঠাৎ তীব্র গরম পড়ায় এসি, ফ্রিজ ও ফ্যান দিনরাত চালানো হচ্ছে। ফলে বিদ্যুৎতের তিনগুণ ডিমান্ড বেড়ে গেছে। সে জন্য চাপ সৃষ্টি হয়ে সারাদেশে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। কিছু দিনের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে। 
এ সময় জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী আবুল কাশেম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস