অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২০ রাত ০১:৫৭

remove_red_eye

৭৬৪



জসিম রানা : ভোলায় মোটর সাইকেলের ধাক্কায় ওসমান (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ব্যাপারে চালক পালিয়ে গেলেও চালকের সাথে থাকা একজনকে আটক করেছে পুলিশ।
 পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার দুপুরে ভোলা-টু-চরফ্যাশন সড়কের বেপারী বাজার সংলগ্ন কন্টেকটার বাড়ীর দরজা দিয়ে ওসমান মাদ্রাসায় যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা দ্রæতগামী একটি মোটর সাইকেল তাকে পেছন থেকে থাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় চালক মোটর সাইকেলটি নিয়ে দ্রæত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই মোটর সাইকেলের পেছনে থাকা আজু নামে এক যুবককে আটক করে। নিহত ওসমান আলীনগর তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। সে শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে। এ ব্যাপারে ভোলা সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, মোটর সাইকেল চালক ঘাতক রাসেল তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।