অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


তারেক রহমান কোন রাজনীতিবিদ নয় যে তাকে সরানোর চেষ্টা করতে হবে : হানিফ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

১৭৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান কোন রাজনীতিবিদ নয় যে তাকে সরানোর জন্য মামলা দিতে হবে। 
আজ রোববার দুপুরে নিজ বাসভবনে কুষ্টিয়া জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মিথ্যা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। সেই ক্ষমতাকে ব্যবহার করে সন্ত্রাস-দুর্নীতি করে গেছেন। 
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম রাজ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময়ে সদর উপজেলার সাড়ে ৩শ দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহারের প্যাকেট বিতরণ করা হয়। 
পরে মাহবুব উল আলম হানিফ প্রায় ৩ শতাধিক অসহায় দুস্থদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি সেমাই, নগদ টাকাসহ ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

সুত্র বাসস





আরও...