অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


নাসিরের সেঞ্চুরিতে সহজেই জিতলো প্রাইম ব্যাংক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

২২৮

নাসির হোসেনের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ৬ উইকেটে হারিয়েছে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ৯৮ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন নাসির। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে প্রাইম ব্যাংক। তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৭৩ রান করে অগ্রনী ব্যাংক। পাকিস্তানের উসমান খান ৫৩, সাদমান ইসলাম ৬২ ও জহিরুল ইসলাম ৫৮ রান করেন। প্রাইম ব্যাংকের তাইজুল ইসলাম ২ উইকেট নেন। 
জবাবে নাসিরের সেঞ্চুরির সাথে অধিনায়ক মোহাম্মদ মিথুন ও মুশফিকুর রহিমের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ বল বাকী থাকতেই জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। 
৪টি চার ও ২টি ছক্কায় ৫৩ বলে ৫০ রান করেন মিথুন। ১টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ৬১ বলে ৫৩ রানে আউট হন মুশফিক। ১২টি চার ও ৩টি ছক্কায় ৯৮ বলে অপরাজিত ১১২ রান করেন নাসির। তার সাথে ১৬ রানে অপরাজিত থাকেন ইয়াসির আলি। 
লিগ পর্বে শেষ ম্যাচে জিতে ১১ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থেকে সুপার লিগে খেলতে নামবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে অগ্রনী ব্যাংক। শাইনপুকুর ও ঢাকা লিওপার্ডসের সাথে রেলিগেশন লিগে খেলবে অগ্রনী। টেবিলের শেষ দুই দল শাইনপুকুর ৪ ও লিওপার্ডসের পয়েন্ট ৩।

সুত্র বাসস