বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ বিকাল ০৫:২২
২৭০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন মুন্সীর হাট বাজার এলাকায় গত বৃহস্পতিবার ১৩ এপ্রিল রাত ৯টার দিকে মৎস্য কর্মকর্তা পরিচয়ে জেলেদের কাছ থেকে চাঁদা ও মাছ আনতে গিয়ে দুই ভূয়া সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জেলেরা। এ ঘটনায় স্থানীয় এক জেলে ওই দুই প্রতারকের বিরুদ্ধে দৌলতখান থানায় একটি চাঁদাবাজি অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ওই দুই প্রতারক হলেন- দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মো. রাসেল (২৮) ও ভোলা সদর উপজেলার মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকার মো. রাশেদুল ইসলাম আজাদ।
পুলিশ তাদের দু'জনের কাছ থেকে দুইটি প্রেসকার্ড জব্দ করেছে। তাঁর মধ্যে একটি হলো জিটিভি অনলাইন ও আরেকটি হলো আমার পত্রিকা।
পুলিশ জানিয়েছে, আজাদ তাদের কাছে মোহনা টিভির জেলা এসিস্ট্যান্ট পরিচয় দিয়েছে । তাঁর সঙ্গে থাকা জিটিভি অনলাইন নামে একটি প্রেসকার্ড জব্দ করা হয়েছে। এবং রাসেল নিজেকে আমার পত্রিকার রিপোর্টার পরিচয় দিয়েছে।
দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার ১৩ এপ্রিল সন্ধ্যায় মেদুয়া ইউনিয়নের জেলে মো. আবুল কালাম সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলার নিয়ে নদীতে যায়। রাত ৯টার দিকে আরেকটি ট্রলার যোগে প্রতারক আজাদ ও রাসেল নদীতে গিয়ে আবুল কালামের ট্রলারটি আটক করে তাকে দৌলতখান উপজেলার মৎস্য অফিসার পরিচয়ে আটক করে নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে।
বিষয়টি আবুল কালামের সন্দেহ হলে তিনি বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন দৌলতখান উপজেলার মৎস্য অফিসার নদীতে নামেনি। এরপর আবুল কালামসহ স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে দৌলতখান থানায় নিয়ে যান।
এদিকে স্থানীয়রা তাদেরকে আটক করলে উৎসুক জনতা মোবাইল ফোনে ওই দুই প্রতারকের ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করলে মুহুর্তে তা ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যাচ্ছে-ওই দুই প্রতারক বলছে, তাঁরা মৎস্য কর্মকর্তার পরিচয়ে চাঁদাবাজি করেননি। এমনকি সাংবাদিকও পরিচয় দেননি। তাঁরা মুন্সীর হাট মাছ ঘাট থেকে আড়াই হাজার টাকার মাছ কিনে মোটরসাইকেল যোগে রওনা হওয়ার সময় স্থানীয় জেলেরা তাদেরকে আটক করে।
মোহনা টিভির জেলা প্রতিনিধি মো. জসিম রানা জানান, আটককৃত প্রতারক আজাদ মোহনা টিভির কোনো এসিস্ট্যান্ট নন। আজাদ তাঁর অপরিচিত ব্যক্তি।
দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর হাসনাইন ঢাকা মেইলকে জানান, ওই দুই প্রতারক মেঘনা নদীতে নেমে জেলেদের কাছে উপজেলা মৎস্য কর্মকর্তার পরিচয় দিয়ে চাঁদা চেয়েছিল। বিষয়টি জেলেরা তাকে অবগত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যান। তাঁরা জানিয়েছে, স্থানীয় ইউপি সদস্য মো. বশিরের সহযোগিতায় একটি ট্রলার নিয়ে ট্রলার মাঝি খোকনসহ তাঁরা নদীতে গিয়ে এ কাÐ ঘটায়। তাঁরা একবার মৎস্য অফিসার আরেকবার সাংবাদিক পরিচয় দিতে থাকে। তাদের কাছ থেকে প্রায় ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
এ কমকর্তা আরও জানান, তাদের সঙ্গে আরেকজন প্রতারক ছিল। সেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছিল। তবে সে প্রতারক অবস্থা বেগতিক দেখে পালিয়ে গেছে। স্থানীয় বশির মেম্বার কি কারনে তাদেরকে ট্রলার দিয়ে সহযোগিতা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে।
ওসি জাকির হোসেন জানিয়েছেন, এ প্রতারক দুইজন নিজেকে মৎস্য অফিসার ও সাংবাদিক পরিচয় দিয়ে পেশাগত সাংবাদিকদের বদনাম ছড়িয়েছে। এদের মতো ভূয়া সাংবাদিকদের কারনে পেশাগত গণমাধ্যমকর্মীরা বিপাকে রয়েছেন। পুলিশ তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক