অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ৫ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ বিকাল ০৪:১৯

remove_red_eye

২০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা ৫ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা শহরের চকবাজারে এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোলা সদর উপজেলার চকবাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৫ টি প্রসাধনী প্রতিষ্ঠানকে ভেজাল ও আমদানিকারকের স্টিকারবিহীন লাগেজ পার্টির পণ্য বিক্রয়ের দায়ে প্রদর্শনের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৭ ও ৪১ ধারায় সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জরিমানা আদায়েকৃত প্রতিষ্ঠানগুলো হল- বিসমিল্লাহ কসমেটিকসকে ৫ হাজার টাকা, সুকুমার স্টোরকে ৩ হাজার টাকা, কসমেটিকস জোনকে ৫ হাজার টাকা, মা স্টোরকে ৫ হাজার টাকা ও নুর কসমেটিকস কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানকালে শহরের অন্য ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এবং অভিযানের সাথে সাথে জনসচেতনতামূলক লিফলেট প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভোলা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা প্রদান করে।





আরও...