অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ | ৩০শে পৌষ ১৪৩১


স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার ৩১ বেকার ও সম্ভাবনাময় যুবক ও মহিলাকে ব্যবসায়ের তহবিল প্রদান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৩ রাত ০৮:১৭

remove_red_eye

১২৬

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি আজ তার নিজ নির্বাচনী এলাকার  ৩১ বেকার ও সম্ভাবনাময় যুবক ও মহিলাকে ব্যবসায়ের জন্য নিজস্ব তহবিল হতে মূলধন প্রদান করেছেন। 
সুবিধাভোগীরা হলেন ক্ষুদ্র ব্যবসায়ী, পান, টং দোকান, শাড়ি কাপড়ের ব্যবসায়ী, রিক্সা-ভ্যান চালক ও বিভিন্ন ক্ষুদ্র মূলধনের ব্যবসায়ী হিসেবে কর্মরত আছেন। সুবিধাভোগীদের সর্বোচ্চ এক লক্ষ টাকা এবং সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়। 
এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, 'কর্মসংস্থানের প্রয়াস ' হল তার ব্যক্তিগত একটি ক্ষুদ্র প্রচেষ্টা, যার মাধ্যমে ৩১ ব্যক্তিকে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের ব্যবসার প্রয়োজন অনুযায়ী মূলধন প্রদান করা হলো। তাদের ব্যবসার উত্তরণ সময়ে সময়ে পর্যালোচনা করতে হবে।
 তিনি বলেন, মুলধন পাওয়া প্রত্যেকে নিজ নিজ কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। এর আগে তিনি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকজনকে ব্যবসায়িক মূলধন প্রদান করেছিলেন। তাদের সফল হতে দেখে তিনি আরো বেশি অনুপ্রাণিত হয়েছেন। 
মন্ত্রী আরো বলেন, মুলধন গ্রহীতারা যাতে স্বাবলম্বী ও সফল হতে পারে সে চেষ্টা তার থাকবে থাকবে। তাহলে কর্মসংস্থানের প্রয়াসকে তারা আরো অনেক দূর এগিয়ে নিতে পারবেন।

সুত্র বাসস