অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ইয়েমেন যুদ্ধে সংঘাত সম্পর্কিত বন্দি বিনিময়কে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ প্রধান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৩ রাত ০৮:০৭

remove_red_eye

২৪০

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইয়েমেন যুদ্ধে সংঘাত সম্পর্কিত প্রায় ৯০০ বন্দি বিনিময়কে স্বাগত জানিয়েছেন। শুক্রবার তার মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, ‘মহাসচিব ইয়েমেনে জাতিসংঘ বিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গের সাথে সুর মিলিয়ে আজ সংঘাত সম্পর্কিত বন্দিদের মুক্তিদানের কার্যক্রম শুরুকে স্বাগত জানিয়েছেন। আজ থেকে শুরু হওয়া তিন দিনের এ কার্যক্রমের আওতায় প্রায় ৯০০ জনকে মুক্তি দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির তত্ত্বাবধায়ক কমিটির শেষ বৈঠকে বিভিন্ন দলের সম্মত হওয়া পরিকল্পনা বাস্তবায়নের আওতায় এসব বন্দি বিনিময় করা হচ্ছে। বৈঠকটি গত মার্চে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরো বলেন, আরো বন্দি বিনিময়ের ব্যবস্থা করতে দলগুলো মে মাসে আবারো বৈঠকে বসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
দুজারিক জানান, গ্রুন্ডবার্গ বলেন, এই মুক্তি কার্যক্রম ইয়েমেনের এক প্রত্যাশার সময়ে শুরু হলো। তিনি নির্বিচারে আটক করা ব্যক্তিদের অবিলম্বে ও নি:শর্তভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

সুত্র বাসস





আরও...