অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় আইনজীবী সমিতির নির্বাচনে ছালাউদ্দিন সভাপতি ও নুরুল আমিন সম্পাদক নির্বাচিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:১৩

remove_red_eye

৫৫৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা শুক্রবার অনুষ্ঠিত আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি ঐক্য প্যানেলের নিরুঙ্কুশ বিজয় হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ছালাউদ্দিন হাওলাদার । সম্পাদক নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা মোঃ নুরুল আমিন নুরনবী । তাদের বিপক্ষে ছিলেন এ্যাডভোকেট কার্তিক চন্দ্র সাহা ও এ্যাডভোকেট মোঃ শহজাহান । ১৭৮ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন  ১৬৮ জন। ভোট গণনা শেষে রাত ৮টায় ফলাফল ঘোষনা করেন, নির্বাচন কমিশনার যুগ্ম জজ-১ মোঃ জাকারিয়া।  ওই কমিটির সদস্য ছিলেন এডভোকেট মৃনাল চক্রবর্তী বিষু, এ্যাডভোকেট জয়ন্ত বিশ্বাস ।
ঐক্য প্যানেলের বিজয়ীরা হলেন এ্যাডভোকেট ছালাউদ্দিন হাওলাদার (সভাপতি)  সহ সভাপতি দুজন শংকর গাঙ্গুলী  ও মোহাম্মদ ইউছুফ, মোঃ নুরুল আমিন নুরনবী (সম্পাদক), সহসম্পাদক পদে দুজন মোঃ ইফতারুল হাসান শরীফ ও মোঃ জাকির হোসেন রিপন , ধর্ম ক্রীড়া সম্পাদক পদে মোঃ ইউছুফ-২ , দুজন পাঠাগার সম্পাদক মোঃ মাসফিকুর রহমান বাবু ও পলাশ চন্দ্র দাস , ২ জন নির্বাহী সদস্য মোঃ আবুল কাসেম , মোঃ কাওসার আহমেদ । অপর দিকে কার্তিক- শাজাহান প্যানেলের মধ্যে বিজয়ী হয়েছেন মাত্র দুই জন। তারা  সুজন কৃষ্ণ দে (অর্থ বিষয়ক সম্পাদক), জানাতুল ফেরদৌস জুবলী ( নির্বাহী সদস্য)।