অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে দুই লাখ মিটার কারেন্ট জালসহ জাটকা ইলিশ জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:০৯

remove_red_eye

৬৭৬




এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : চরফ্যাশনে মৎস প্রজনন বাড়ানোসহ জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে দক্ষিন আইচা থানার মানিকা ইউনিয়ন আউট পোষ্ট কোস্ট গার্ডের নেতৃত্বে গতকাল দুই লাখ মিটার কারেন্ট জালসহ একটি কেরিন ট্রলার ও ৩০মন জাটকা ইলিশ আটক করা হয়েছে। কোস্ট গার্ডের ষ্টেশন কমান্ডার মেহেদি হাসানের নেতৃত্বে কন্ডিজেন্ট কমান্ডার আলমগীর হোসেন গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তেতুলিয়া নদীর পাঙ্গাইশ্যা,চরকলমী, পাতার চর,ভাশানচর সহ বিভিন্ন স্থানে এ অভিযান চালান। এসময় দুই লাখ মিটার কারেন্ট জাল, ৩০ মন জাটকা ইলিশ ও পাঁচ মন বিভিন্ন প্রজাতির সামুদ্রীক ছোট মাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নির্দেশে দুই লাখ মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন প্রজাতির পাঁচ মন সামুদ্রীক মাছের বাচ্চা ১৫হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে মাছগুলো স্থানীয় এতিম খানা, হাফেজি মাদ্রাসা ও অসহায়দের মাঝে বিতরন করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড আউট পোস্ট চর-মানিকা কন্ডিজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন জানান, অবৈধ কারেন্ট জালসহ বেহেন্দী জাল দিয়ে নদী ও সাগর থেকে ঝাটকাসহ সকল ধরনের ছোট মাছ ধ্বংস করা হচ্ছে। যা মৎস প্রজননের জন্য হুমকি স্বরূপ। দেশের মৎস খাতকে আরোও গতিশিল করতে অবৈধভাবে জাটকা আহরণ করা থেকে বিরত রাখতেই আমাদের এ অভিযান।