অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


শনিবার চরফ্যাশনে আসছেন স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:০৬

remove_red_eye

২৪২৩


চরফ্যাশন প্রতিনিধি  : ভোলার চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তীতে  জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি শনিবার  ভোলার চরফ্যাশনে আসছেন।

ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চরফ্যাশন আসার পর ফ্যাসন স্কয়ারে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হবে।ফ্যাসন স্কয়ারে  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে  স্থাপিত তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। এরপর শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং জ্যাকব টাওয়ার পরিদর্শন করবেন।সাড়ে ১১টায়  চরফ্যাশন সরকারি কলেজের ৫০বছর পূর্তিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  সুবর্ণ জয়ন্তীর শুভ উদ্বোধন করবেন। কলেজের অধ্যক্ষ কয়ছর আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের মাননীয় চীপ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান  শেষে দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, নাম্বার ওয়ান, কিং খান খ্যাত শাকিব খান, চ্যানেল আই সেরা কন্ঠের কন্ঠ শিল্পী ঝিলিক। চরফ্যাসন সরকারি কলেজ মাঠে তারা গান পরিবেশন এবং পারফর্ম করবেন।