লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৩ রাত ০৮:২১
৩২০
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের ডাওরী বাজার চরপঙ্খীর খালের উপর নতুন ব্রিজ নির্মাণ করলেও পুরতান ব্রিজের পাইল (খাম্বা) না অপসারণ করা হয়নি। ফলে ওই খালে মালবাহী নৌযান চলাচল ব্যহত হচ্ছে। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মাঝে।
লালমোহন এলাকা দিয়ে তেতুলিয়া নদী থেকে মেঘনা নদীর সংযোগ স্থাপন করেছে লোলমোহনের চরপঙ্খীর খাল। এই খালটি ব্যবসায়ীদের পণ্য পরিবহনে অনন্য এক আশীর্বাদ। কিন্তু ওই খালের উপর নির্মিত পুরাতন ব্রিজটি ভেঙে যাওয়ায় নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু খালের মাঝে থাকা পুরাতন ব্রিজের পাইল সরিয়ে ফেলা হয়নি। ফলে পণ্যবাহী নৌকা, ছোট ছোট কার্গো চলাচল করতে পারছে না।
জানা গেছে, লালমোহন ডাওরী বাজারের চরপঙ্খীর খালের পুরাতন বেইলি ব্রিজটি ভেঙ্গে নতুন ৩ স্প্যান বিশিষ্ট ব্রিজ নির্মাণ শুরু হয়। তবে পুরাতন ব্রিজের মাঝের ৮টি খাম্বা না উঠিয়েই নতুন ব্রিজের কাজ শেষ করা হচ্ছে। আগামী জুনের আগে ব্রিজটি উদ্বোধন করা হবে। ডাওরী বাজার এলাকার ব্যবসায়ী আলতাফ সর্দার, মো. ছালাউদ্দিনসহ অনান্যরা জানান, খালের মাঝখানে পুরাতন ব্রিজের খাম্বা না উঠিয়ে ঠিকাদার নতুন ব্রিজটির কাজ শেষ করতে চাচ্ছেন। এতে ব্রিজের পূর্ব দিকে কোন মালবাহী জাহাজ চলাচল করতে পারবে না। আমরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও এমপি মহোদয়কে জানিয়েছি। এমপি মহোদয় সরাসরি এসে দেখার পর সংশ্লিষ্ট ঠিকাদারকে ৩ দিনের মধ্যে পুরাতন ৮টি খাম্বা উঠানোর জন্য বলে যান। ঠিকাদার তখন উঠাবেন বললেও এখন পর্যন্ত উঠাননি। তারা আরো বলেন, নতুন ব্রিজটি তৈরি করা হলেও ব্রিজের নিচের খাল দিয়ে কোন পাথর ও বালিবাহী জাহাজ চলাচল করতে পারবে না। খাম্বা না উঠানোর কারণে জোয়ারের সময় ৮টি খাম্বা পানির নিচে চলে যাবে। তখন ওই যায়গা দিয়ে নৌকা, জাহাজ চলাচল করলে বড় ধরনের দূর্ঘটনা হওয়ারও সম্ভাবনা থাকবে।
ডাওরী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সোহেল বলেন, পুরাতন খাম্বাগুলো না উঠালে ব্রিজের নিচ দিয়ে নৌযান চলতে সমস্যা হবে। মালামাল নিতে বড় জাহাজ চলতে পারবে না। ঠিকাদার জানিয়েছেন তারা খাম্বাগুলো উঠাবেন।
কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদার বলেন, পুরাতন খাম্বাগুলো ৭০ ফিট মাটির নিচে রয়েছে। ঠিকাদার অনেক চেষ্টা করেছে পুরাতন খাম্বাগুলো উঠনোর জন্য, উঠাতে পারেনি। তাই নতুন ব্রিজের কাজ বন্ধ না করে কাজ চালানো হয়। পুরাতন খাম্বাগুলো উঠাতে না পারলেও ওই স্থানে উপরের দিকে পিলার করে চিহ্ন দিয়ে রাখতে বলেছি, যাতে নিচ দিয়ে যাওয়ার সময় কোন নৌকা বা জাহাজ সহজে খাম্বার বিষয়ে জানতে পারে।
ব্রিজটির কাজ করছে ভোলার মেসার্স ছাদিয়া আফিয়া সিমি কনষ্ট্রাকশন। ওই কনষ্টাকশনের দায়ীত্বরত ম্যানেজার মামুন বলেন, আমরা পুরাতন খাম্বাগুলো উঠানোর চেষ্টা করেছি। ¯্রােতের কারণে উঠাতে পারিনি। তবে আমরা সামনের শুকনো সিজনে খাম্বাগুলো উঠিয়ে ফেলবো।
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরনের অভিযোগে বিজেপি অফিস ভাঙচুর
ভোলায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাইনুল আলমের ইন্তেকাল
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে : আইজিপি
যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস উদযাপিত
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক