অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


কেনটাকির ব্যাঙ্কে গুলিতে ৫ জন নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৪০

remove_red_eye

২৩০

যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুইসভিলে সোমবার ২৫ বছর বয়সী এক ব্যাঙ্ক কর্মচারী তার কর্মস্থলে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে। ওই সহিংসতায় আরো অন্তত আটজন আহত হয়েছে। পুলিশ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। ইন্টারনেটে হামলার লাইভ ভিডিও প্রচারিত হয়েছে।
প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর কথা জানা যায়। তবে লুইসভিল কর্তৃপক্ষ সন্ধ্যায় ৫৭ বছর বয়সী আরো একজন নারীর মুত্যুর ঘোষণা দেয়। তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন।
পুলিশ সর্বশেষ এ মার্কিন গণহত্যায় বন্দুকধারী সন্ত্রাসি শেতাঙ্গ কনর স্টার্জন নামে শনাক্ত করে বলেছে, সে কেনটাকির বৃহত্তম নগরীর উপকন্ঠে অবস্থিত ওল্ড ন্যাশনাল ব্যাংকের কর্মচারী।
অন্তবর্তী পুলিশ প্রধান জ্যাকলিন গুইন-ভিলারোয়েল বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, সকাল ৮টা ৩৮ মিনিটে (গ্রিনীচ মান সময় ১২৩৮টায়) ব্যাঙ্কে গোলাগুলির খবর পাওয়ার পর তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সন্দেহভাজন বন্দুকধারী পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য গুলি ছোঁড়ে এবং পুলিশের পাল্টা গুলিতে সে নিহত হয়।
তিনি জানান, সন্ত্রাস চালানোর জন্য সন্ত্রাসি একটি রাইফেল বেছে নেয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে দুঃখজনক গণহত্যায় সাধারণভাবে ব্যবহৃত হওয়া হামলার অস্ত্র ছিল কিনা সে সম্পর্কে উল্লেখ করেননি।
গুইন-ভিলারোয়েল জানান, প্রাথমিক তথ্যে হামলাকারির বয়স ২৩ জানানো হয় তবে পরে পুলিশের আপডেটকৃত তথ্যে তার বয়স ২৫ নিশ্চিত করা হয়েছে। ইনস্টাগ্রামে হামলার লাইভ ভিডিও সম্প্রচার করা হয়।
সোশ্যাল মিডিয়া অ্যাপের মূল সংস্থা  মেটা’র একজন মুখপাত্র এএফপিকে বলেন, সংস্থাটি আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করে আজ সকালে এই মর্মান্তিক ঘটনার লাইভস্ট্রিমটি দ্রুত সরিয়ে দিয়েছে।
সন্দেহভাজন ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি, তবে সিএনএন একটি আইন প্রয়োগকারী উৎসকে উদ্ধৃত করে বলেছে, হামলাকারী ব্যক্তি হামলার ঘটনার আগে জানতে পারে যে, সে তার চাকরি হারাচ্ছে।
গুইন-ভিলারোয়েল বলেন, একজন পুলিশ কর্মকর্তাসহ তিনজনের অবস্থা গুরুতর। গুরুতরভাবে আহত ওই কর্মকর্তার মাথায় গুলি লেগেছে।
লুইসভিল পুলিশ বিভাগ বলেছে, হামলায় নিহত তিনজন পুরুষ ও অপর একজন নারী তাদের বয়স ৪০ থেকে ৬৪ বছরের মধ্যে।
নিহতদের  একজন লুইসভিলের  মেয়র টমি এলিয়ট( ৬৩)।
বন্দুক সহিংসতা আর্কাইভ-এর তথ্য অনুসারে, এটি সর্বশেষ বন্দুক সহিংসতা। ২০২৩ সালে ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র-সম্পর্কিত সহিংসতায় এ পর্যন্ত ৪,৯০০ জনেরও  বেশি  লোক মারা  গেছে।
প্রেসিডেন্ট  জো বাইডেন  ওয়াশিংটনের আইন প্রণেতাদেরকে বছরের পর বছর ধরে চলা অচলাবস্থা ভাঙতে এবং বন্দুকের সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দিচ্ছেন।

সুত্র বাসস





ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ

ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

আরও...