অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার রাজাপুর ভাঙন কবলিত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:০২

remove_red_eye

১৬৮২




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর বসবাস করে ভাঙন কবলিত ৪০ ঘর পরিবার। ওই পরিবারের ৪৫ জন সদস্যকে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলমের পক্ষ থেকে শুক্রবার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজাপুর ল্যাবরোটরী নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, রাজাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হারুন, পল্লী চিকিৎক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি তাজুল ইসলাম প্রমূখ।
আমির হোসেন জানান, ভাঙন কবলিত এ পরিবারগুলো বাঁধের ওপর তীব্র শীতে মানবেতর জীবন অতিবাহিত করছিল। এলাকাবাসির পক্ষে তিনি আবেদন করলে ডিসি তাঁদের এ কম্বল প্রদান করেন।