অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৩ রাত ১০:১০

remove_red_eye

৬২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। সোমবার বাদ আসর ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মোনাজাত পরিচালনা করেন কাবিল মসজিদের সানি ঈমাম হাফেজ মাওলানা মো: তাজিম।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবু তাহের, প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল উদ্দিন সুলতান, রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম,  সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ভোলা দর্পনের সম্পাদক মোঃ মোতাছিন বিল্লাহ, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জুন্নু রায়হান, সময় টিভি স্টাফ রিপোর্টার নাসির লিটন, প্রেসক্লাব কোষাধ্যক্ষ এম. হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এম.ছিদ্দিকুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক জসিম রানা, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সম্পাদক মোঃ সোলাইমান, নিউনেসন পত্রিকার প্রতিনিধি মোঃ মনির সাজওয়াল, বাসস স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, মাইটিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন, কালবেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, যমুনা টিভি প্রতিনিধি জুয়েল সাহা, এইচআর সুমন, এখন টিভি প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মলয় দে, এ্যাডভোকেট যুবরাজ, দীপ্ত টিভি’র প্রতিনিধি আবিদুল আলম, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি ও বাংলার কন্ঠ স্টাফ রিপোর্টার এইচ আর সুমন। এ ছাড়া এম. হাবিবুর রহমানের রোগমুক্তি কামনা করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ এম. ফারুকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সিনিয়র সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন, আজকের ভোলা পত্রিকার নির্বাহী সম্পাদক এ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহীন, ক্লাবের যুগ্ম সম্পাদক হোসাইন সাদি, মেজবাহউদ্দিন শিপু, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, মো: তৈয়বুর রহমান, আনোয়ার সুজন প্রমূখ।

দোয়া মোনাজাতের পূর্বে এম. হাবিবুর রহমানের বর্তমান শারীরিক অবস্থার বর্ণনা করেন প্্েরসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু। এ সময় তিনি জানান, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান ঠাÐাজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৩০ মার্চ ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই সংবাদ পেয়েং প্রেসক্লাবের আজীবন সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এম. হাবিবুর রহমানের চিকিৎসার ঁেখাজ খবর নেন। পরবর্তীতে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতালে) নেয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে আইসিইউতে রাখেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ বলে চিকিৎসরা জানিয়েছেন।





আরও...