অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ইফতার মাহফিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৩ রাত ০৯:৫৭

remove_red_eye

২২১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে 'সিয়াম শীর্ষক আলোচনা সভা ও  ইফতার মাহফিল' অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শহরের একটি অভিযাত রেস্টুরেন্টে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ভোলা সদর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সৈয়দ মো: বেলায়েত হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন, ইসলামি আদর্শ ব্যতীত দেশে শান্তি আসতে পারে না। শাসন ব্যবস্থায় ইসলামি আদর্শ না থাকায় আজ একজন ছাত্রনেতা হাজার কোটি টাকা লুট করে। সর্বত্র লুটপাট চলছে। বিএনপি দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। আর এই সরকারও সেই পথে হাটছে। দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য, মানবতার মুক্তির জন্য ইসলামি আদর্শ বাস্তবায়ন করতে হবে। প্রধান অতিথি আরও বলেন, ত্রিশলক্ষ শহিদের রক্তের বিনিময়ে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। আজও তা বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ ভিরু আলেম ওলামাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। এজন্য সকলকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুছ, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা বশির উদ্দিন,  মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, মাওলানা মুহাম্মদ শফিউদ্দিন এবং জমিয়াতুল মোদারেছিন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বিররুল হক নাঈম।
এসময় বক্তারা মাহে রমজানের পবিত্রতা বর্ণনা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।





আরও...