অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মাতাব্বর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২০ রাত ০৩:৫৩

remove_red_eye

৪৮৯

                                 


লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর মাতাব্বরের নাম প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির স্বাক্ষরিত এক চিঠিতে এ নাম প্রকাশ করা হয়।
উল্লেখ্য, নিয়মিত পরিষদের সভা না করা ও কর্তৃপক্ষকে না জানিয়ে ভারত গমনের দায়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে পশ্চিম চরউমেদ ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফকে বরখাস্ত করা হয়।