অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে গভীর রাতে নারীর উপর হামলার অভিযোগ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

২৬৬

চরফ্যাশন প্রতিনিধি: জমি দখলে নিতে গভীর রাতে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে তার সৎ ভাইদের বিরুদ্ধে। চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ওই নারীকে মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। চিকিৎসাধীন ভুক্তভোগী ফিরোজা বেগম (৫০) জানান, তার রেকর্ডকৃত প্রায় ৩০বছরের ভোগদখলীয় ৪৮শতাংশ জমি রয়েছে। ওই জমিতে গত ৭ এপ্রিল ঘর উত্তলন করতে গেলে সৎ ভাই নুর নবী ও ইউনুসের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী নিয়ে ঘর উত্তলন কাজে বাঁধা দিয়ে রাজমিস্ত্রীদের মারধর করে। পরবর্তীতে গত শনিবার দিবাগত রাতে নুর নবী ও ইউনুসসহ একাধিক বহিরাগত লাঠিয়াল বাহিনী এসে সন্ত্রাসী কায়দায় ফিরোজা বেগমের বাড়িতে এসে হামলা চালায়। ভুক্তভোগী এ নারীর স্বামী শফিউল্লাহ মিয়া জানান, হামলার সময় সন্ত্রাসীরা ঘরে গচ্ছিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় ভুক্তভোগী পরিবারের ডাক চিৎকারে এলাকাবাসী ও পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা চলে যায়।  এ প্রসঙ্গে চরফ্যাশন থানার এসআই মো. শাহীন জানান, ৯৯৯ এ কল  পেয়ে থানাপুলিশ গভীর রাতে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ  পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন।