অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে জেলেদের মাঝে চাল বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

২৩৫

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নে জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের এ চাল বিতরণ হয়। ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার ১৬শ ৯৫জন জেলের মাঝে ৪০ কেজি করে এ চাল বিতরণ উদ্বোধন করেন।  
চাল বিতরণ কালে কর্তব্যরত ট্যাগ অফিসার মেরিন ফিসারিজ কর্মকর্তা তানবীর আহমেদ, ইউপি সচিব ছিদ্দিকুর রহমান ও  ইউপি সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে এসব চাল প্রকৃত  জেলেদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হচ্ছে।





আরও...