অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউ‌দ্দি‌নে প‌রি‌বেশক স‌মি‌তির ইফতার ও দোয়া মাহ‌ফিল


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

২৬৫

বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধি: ভোলার বোরহানউ‌দ্দি‌নে উপ‌জেলা প‌রি‌বেশক স‌মি‌তির ইফতার ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে । ইফতার মাহ‌ফি‌লে দেশ ও জা‌তির মঙ্গল কামনা ক‌রে বি‌শেষ মোনাজাত করা হয় । মোনাজাত প‌রিচালনা ক‌রেন, বোরহানউ‌দ্দিন কা‌মিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এইচ এম অ‌ল‌িউল‌্যহ । শ‌নিবার বিগ বাজার চাই‌নিজে ভোলা জেলা প‌রি‌বেশক স‌মি‌তির সভাপ‌তি মাকসুদুর রহমা‌নের  সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন, স‌মি‌তির সম্পাদক স‌রোয়ার শিমূল, সি‌নিয়র সম্পাদক মোঃ ফারুক, ভোলা প‌রি‌বেশক স‌মি‌তির সভাপ‌তি নাজমুল আহসান, চরফ‌্যাশন স‌মি‌তির সভাপ‌তি মোস‌লেউদ্দিন মু‌ন্সি, দৌলতখান উপ‌জেলা স‌মি‌তির সভাপ‌তি ব‌্যাপা‌রি মোঃ আল আ‌মিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাওলাদার, শাহাবাজপুর প্রেস ক্লা‌বের সভাপ‌তি ম‌নিরুল ইসলাম, সম্পাদক আঃ মা‌লেক, রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সম্পাদক নীল রতন, বোরহানউ‌দ্দিন প্রেস ক্লা‌বের যুগ্ন সম্পাদক আবুল বাসার , আজ‌কের প‌ত্রিকার উপ‌জেলা প্রতি‌নি‌ধি মোঃ সাইফুল ইসলাম আকাশ ।