অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২০ রাত ০৩:৪৫

remove_red_eye

৭৯৭



চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের এওয়াপুর এলাকায় বৃহস্পতিবার সকাল ১০ টায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে মো. কাইয়ুম (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত কাইয়ুম উপজেলার রসুলপুর ৩ নং ওয়ার্ডের হানিফের ছেলে। সে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক ছিলেন।
শশীভুষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহত কাইয়ুম পেশায় রাজ মেস্তুরি। সে মোটরসাইকেল চালিয়ে শশীভুষণ  থেকে চরফ্যাশন যাওয়ার পথে এওয়াজ পুর এলাকায় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল  থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।