অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নিজেদেরকে আর বিচ্ছিন্ন ভাববে না মদনপুরবাসী ইউনিয়ন আ’লীগের সম্মেলনে এমপি মুকুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

৯৭৬

জুয়েল সাহা বিকাশ, চর মদনপুর থেকে ফিরে||ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন মদনপুরের বর্তমান চিত্র পাল্টে যাচ্ছে খুব দ্রæত। দীর্ঘ দিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ওই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ এবার পাচ্ছেন নতুন করে অনেক সুবিধা। আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করছে মদনপুরে। ইতোমধ্যে রাস্তায় বসানো হয়েছে স্ট্রিট লাইট। চরবাসীদের দ্রæত হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্যে দেয়া হয়েছে নৌ-এ্যাম্বুলেন্স। এছাড়াও মদনপুরে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মানুষকে জোয়ারের পানির থেকে রক্ষার জন্য চারদিকে বেরি বাঁধ নির্মাণ করা হবে। সিসি ঢালাই দিয়ে রাস্তা নির্মাণ, ঘূর্ণিঝড়ের হাত থেকে সবাইকে নিরাপদে রাখার জন্য আরো কয়েকটি সাইক্লোন সেল্টার নির্মাণ করাসহ বিভিন্ন সুবিধা পাচ্ছেন এ চরের মানুষ। রবিবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন মদনপুরের পাটোওয়ারী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এসব প্রতিশ্রæতি দিয়েছেন। এ সময় তিনি আরো জানান, মদনপুরের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সোলার বিদ্যুতের আলোয়ে আলোকিত হয়েছে। সব কাজ শেষ হলে মদনপুর ইউনিয়নের মানুষ নিজেদেরকে আর বিচ্ছিন্ন ভাববে না।
মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু জানান, ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে ভেঙে যাওয়া ইউনিয়ন মদনপুর গত ২০/২৫ বছর আগে আবারও জেগে উঠে। এরপর থেকে মানুষ নতুন করে বসতি শুরু করে। এ ইউনিয়নের মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু হয়েছে। স্থানীয়দের একের পর এক বিভিন্ন দাবি পূরণ হচ্ছে। ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের নতুন কিছু ঘোষণায় আনন্দের জোয়ারে ভাসছে পুরো ইউনিয়নের মানুষ।
জানা গেছে, দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নটি ১৯৮০ সালের দিকে মেঘনা নদীর ভাঙনের কারণে বিলীন হয়ে যায়। পরে ১৯৯৪ সালের দিকে এটি জেগে উঠে। এরপর ২০০১ সাল থেকে নদীতে ঘর-বাড়ি ও জমি-জমা হারানো হাজার হাজার মানুষ ওই চরে বাসবাস শুরু করে। বর্তামানে ১৬ বর্গ মাইল নিয়ে এ ইউনিয়ন। এখানে ১০ হাজারেরও বেশি মানুষ বসবাস করছেন। এখানকার মানুষের আয়ের প্রধান উৎস্য কৃষি ও মৎস্য শিকার। এদিকে মদনপুর ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবু জাফল পন্ডিতকে সভাপতি ও মহাসিন নাগরকে সাধারণ সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীরসহ প্রমূখ।