অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ | ৩০শে পৌষ ১৪৩১


‘লিডারশিপ উইথ সোল’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

১৯৯

বিশ্বব্যাপি বিপণন ও কর্পোরেট জগতের সফল ব্যক্তিদের ক্যারিয়ার ডেভলপমেন্ট বিষয়ে আন্দ্রে লাক্রোইক্সের ‘লিডারশিপ উইথ সোল'  গ্রন্থটি প্রকাশ পেয়েছে।
বৃহস্পতিবার  রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্ল রুমে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়।
বহুজাতিক কোম্পানী ইন্টারটেকের সিইও আন্দ্রে লাক্রোইক্সের এই বই বাংলাদেশে প্রথমবারের মতো প্রকাশ পেয়েছে।
 বইটিতে লেখক কর্পোরেট জগতে তার তিন দশকের বিচক্ষনতা ও অভিজ্ঞতা তুলে ধরেছেন।
প্রকাশনা অনুষ্ঠানে বইটি নিয়ে গণমাধ্যমের সাথে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন লেখক বলেন,  প্রতিযোগিতার এই বিশ্ববাজারে ব্যবসার প্রসার ও সমৃদ্ধি বিষয়ে দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে বইটিতে ।
তিনি বলেন, নেতৃত্বের শীর্ষে থেকে কীভাবে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই উত্তরাধিকার রেখে যায় সেই বিষয়ে ‘লিডারশিপ উইথ সোল’ বইটিতে দশটি গুরুত্বপূর্ণ কী- নোট উপস্থাপন করা হয়।  
আবেগ-গত বুদ্ধিমত্তার নেতৃত্ব,শুরু করার পরিকল্পনা এবং এর জন্য নির্দিষ্ট একটি ডিজাইন, গ্রাহকের ঘনিষ্ঠতাকে ছাড়িয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, ভবিষ্যতকে নতুন করে উদ্ভাবন, ব্যতিক্রমী কৌশল অবলম্বন, লেজার- ফোকাসড বাস্তবায়ন, সর্বদা-উন্নত ব্র্যান্ডিং ও সকলের জন্য টেকসই কর্মক্ষমতার ব্যবস্থা ইত্যাদি। আর এই গুনাবলীগুলো থাকলে লিডারশিপে যে কেউ সফলতা অর্জন করতে পারবেন বলেও মনে করেন লেখক।

সুত্র বাসস