অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২০ রাত ০৩:০৮

remove_red_eye

৬৩৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ মো: জসিম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  বুধবার বিকেল  ৫ টার দিকে দৌলতখান উপজেলার উওর জয়নগর ইউনিয়নের ০১নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়। জসিম একই এলাকার মোঃ হোসেন কবিরাজের ছেলে।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উত্তর জয়নগর এলাকায় অভিযান চালায়। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জসিমকে আটক করা হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।