অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২০ রাত ০১:৫২

remove_red_eye

৭৪৬



আকতারুল ইসলাম আকাশ : ভোলার উত্তরের অন্যতম বিদ্যাপীঠ “ চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের ছবক ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার  সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন আহমেদ চেয়ারম্যান ০৩নং পশ্চিম ইলিশা ইউনিয়ন। পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজ ও অত্র বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক স¤পাদক আজিজুল ইসলাম, পশ্চিম ইলিশা ইউনিয়ন আ.লীগের সভাপতি ছগির আহমেদ মাষ্টার, ভাষা শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন মানিক বাঘা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফোরকান আহমেদ ও বিশ্বজিৎ চন্দ্র রায়ের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সেলিনা সুলতানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, তাছলিমা। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠানলগ্ন তোফাজ্জল হোসেন মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কামাল হোসেন, মফিজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিন, আজাদ, শ্রীবাস চন্দ্র দাস, ইয়াছিন মিলন, কামাল হোসেন, আরিফুল ইসলাম, সবুজ অভিভাবক ও শিক্ষার্থীগণবৃন্দ। এসময় বক্তারা বলেন, তোমাদের জীবনে এটি অন্যতম একটি ধাপ। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল তোমাদের জীবনের সফলতার মূল চাবিকাঠি। সে জন্য তোমাদের মনোযোগ দিয়ে পড়ালেখা করে ভালো ফলাফল অর্জন করতে হবে। মনে রাখবে, শিক্ষা ছাড়া জীবনের কোন মূল্য নেই। সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার ও দেশের কল্যাণে কাজ করতে হবে। সে জন্য এখন থেকেই তোমাদের মানুষের মতো মানুষ হয়ে তৈরি হতে হবে। এই দেশের দায়িত্ব একদিন তোমাদেরই নিতে হবে। সোনার বাংলা গড়তে হলে পড়ালেখার বিকল্প নেই। শিক্ষার্থীদের প্রতি আরো মনোযোগী হওয়ার জন্য অভিভাবক, শিক্ষকদের প্রতি বক্তারা আহŸান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের আবেগ ও ভালোবাসায় এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয় বিদ্যালয়ের প্রাঙ্গন জুড়ে। এসময় বিদায়ী শিক্ষার্থীরা আবেগে-আপ্লুত হয়ে পরে। তাদের চোখের পানি কাঁদিয়েছে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকসহ উপস্থিত সবাইকে।