অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


প্রথম সেশনে আয়ারল্যান্ডের ৩ উইকেট শিকার করলো বাংলাদেশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২৩ বিকাল ০৩:০৩

remove_red_eye

২১৯

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ৩ উইকেট শিকার করলো বাংলাদেশের বোলাররা। ২৬ ওভারে ৩ উইকেটে ৬৫ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে প্রথমে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। দিনের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। মারে কমিন্সকে ৫ রানে আউট করেন তিনি। 
আরেক ওপেনার জেমস ম্যাককোলামকে ১৫ রানে বিদায় দেন পেসার এবাদত হোসেন। ২২তম ওভারে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নিকে ১৬ রানে থামান স্পিনার তাইজুল ইসলাম। 
হ্যারি টেক্টর ১৮ ও কার্টিস ক্যাম্ফার ৯ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের শরিফুল-এবাদত ও তাইজুল ১টি করে উইকেট নেন।

সুত্র বাসস