ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২৩ রাত ০২:৪৭
৩৬২
ইসতিয়াক আহমেদ : ভোলায় সদর উপজেলার ওয়েষ্টার্ণ পাড়ায় তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিভানোর কাজে সহযোগীতার সময় সময় ধোয়ায় আক্রান্ত হয়ে ইব্রাহিম (৫০) নামের এক ব্যক্তি মৃত্যু বরন করেন। এদিকে ছড়িয়ে পড়া আগুনে তুলার কারখানার আশ-পাশের আরো ৭-৮টি ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানায়, ভোলা শহরের বাপ্তা ইউনিয়নের জামিরালতা ও পৌর ৬নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় সুলতান রাঢ়ী বাড়ীর দক্ষিণ পাশের মোঃ হোসেন মিয়ার তুলার কারখানায় শর্ট সার্কিটের মাধ্যমে ভায়াবহ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুড়ো কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে যে যার মত এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে চলে এসে আগুন নেভানোর কাছে নিয়োজিত হয়। এদিকে কারখানায় গ্যাস সংযোগ থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে বিলম্ব হয়। প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টার পর ফায়ার সার্ভিস এবং এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে কি পরিমানে ক্ষয়-ক্ষতি হয়েছে তার নিরুপণ করা সম্ভব হয়নি।
অপরদিকে আগুন নেভানোর কাজে নিয়োজিত থাকার সময় রাঢ়ী বাড়ী মৃত আঃ বারেক এর ছেলে মোঃ ইব্রাহীম (৫০) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তাৎক্ষনিকভাবে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন সরকার, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির, পৌর ৬নং ওয়ার্ড কমিশনার মোঃ ওমর ফারুকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির জানান, আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। পাশাপাশি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটও আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তকে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা বলা সম্ভব নয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন সরকার বলেন, কতটুকু ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখন বলা সম্ভব নয়। পরবর্তীতে তদন্তের মাধ্যমে ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারণ করা সম্ভব হবে। রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরনের অভিযোগে বিজেপি অফিস ভাঙচুর
ভোলায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাইনুল আলমের ইন্তেকাল
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে : আইজিপি
যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস উদযাপিত
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক