অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ব্রাকের তিন শিক্ষাতরী এখন বোরহানউদ্দিনে


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৩ রাত ০৯:২২

remove_red_eye

৩২৪

বোরহানউদ্দিন প্রতিনিধি: ব্রাকের তিন শিক্ষাতরী এখন বোরহানউদ্দিনে। বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের খালে তিন শিক্ষাতরীতে শিক্ষার্থীদের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আনন্দের সাথে শিখতে সহায়তা করছে।  বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে ওই সংস্থার শিক্ষা প্রোগ্রামের আওতায় উপজেলার শিক্ষার্থীদের তিনটি বিষয় উপকরণের মাধ্যমে সহজ, সরল ও হাতে-কলমে শেখানোর উদ্দেশ্যে ওই তরীগুলো আসে। সোমবার ওই তরীগুলোতে উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ শিখন কার্যক্রম উদ্বোধন করেন এবং পরে তারা তরীগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
খালের পাড়ে অবস্থান নেওয়া ওই তরীগুলোতে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য শিখন কার্যক্রম পরিচালনা করছে  ব্রাকের শিক্ষা বিভাগ। প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায় জানান, শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে গণিত, বিজ্ঞান ও মূল্যবোধ বিষয় সহজ, সরল, ও সাবলিলভাবে  শিখতে পারে এটাই ওই প্রকল্পের উদ্যোগের লক্ষ্য। ব্রাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী এ শিখন কার্যক্রম শুরু করে ওই প্রতিষ্ঠান।
বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শুধু প্রদর্শনী নয় প্রতিটি তরিতে দুই জন শিক্ষক রয়েছেন; তাঁরা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় বুঝিয়ে দিচ্ছেন। শিক্ষার্থী বেশি হলে ১৫ থেকে ২০ জন করে ব্যাচ ভিত্তিক শিখন প্রক্রিয়া চলে। মূল্যবোধ তরীতে শিক্ষণীয় দেয়াল চিত্র, বিভিন্ন খেলার মাধ্যমে সহমর্মিতার চর্চা এবং শিক্ষা গ্রহণের সুযোগ আছে। বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, জেন্ডার, পরিবেশ, মানসিক সুস্থ্যতা বিষয়ক পাজল, ফ্ল্যাশ কার্ড ইত্যাদি ব্যবহার করে সমস্যার সমাধান, মাল্টিমিডিয়ায় মূল্যবোধ সংক্রান্ত গল্প উপস্থাপন, মূল্যবোধ বিষয়ক প্রোগ্রাম বিভিন্ন গল্পের বই পড়ার জন্য নির্দিষ্ট কর্নার রয়েছে। ওই সময় ইউএনও ছাড়াও অর্গানাইজার সোহেল মোল্লা, ব্রাক দাবি ব্যবস্থাপক নির্মলেন্দু হালদার, শাখা ব্যবস্থাপক (স্বাস্থ্য) ব্যবস্থাপক ইব্রাহিম রেজা, হিসাব কর্মকর্তা এইচ এম কাইয়ুম, প্রধান মাঝি নেজার আহমেদ প্রমূখ।