অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার রাজাপুরে খাল ভরাট করে জবর দখলের অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৩ রাত ০৮:০২

remove_red_eye

২৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলার রাজাপুর ইউনিয়নের আনন্দবাজারে খাল ভরাট করে সরকারি জমি দখলের পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ এলাকার একটি প্রভাবশালী চক্র দিনে দুপুরে বালি দিয়ে খাল ভরাট করে গাছ লাগিয়ে সরকারি খাল দখলের চেষ্টা করছে। তবে দখলকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এদিকে মামলা চলামান থাকা অবস্থায় জবর দখলকারীদের উচ্ছেদের দাবি জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এলাকার প্রভাবশালী আবু তাহের ও ইব্রাহিম মিয়া গ্রæপ খাল ভরাট করে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে। তবে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে বালি ভরাট কিংবা গাছ লাগানো থেকে বিরত থাকতে বলা হলেও চক্রটি তা মানছে না।
ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা জানান, সরকারি জমি দখলের বিষয়টি তাদের নজরে এলে, দখল কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম জানান, তিনি মঙ্গলবার ওই খাল পরিদর্শন করেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান জানান, ওই খালের উপর নির্মিত ব্রিজ তাদের অর্থায়নে করা। খালের মালিকানাও তাদের। সরকারি খাল এভাবে দখল যারা করেছে তাদের বিষয়ে দ্রæত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। এলাকার ইউপি চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী জানান, বিষয়টি শুনে তিনি ইউপি মেম্বারকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। ওই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ৪০ বছর আগে ওই স্থানে নদী ছিল। চর জেগে ওঠার পর  এলাকায় রাজাপুর ইউনিয়নের আনন্দবাজার নামে একটি জনপদ গড়ে ওঠে। তবে প্রায় ৩০ ফুট চওড়া খালটি থেকে যায়। ওই খাল দিয়ে নৌকা চলাচল করত এবং এলাকার পানি নিষ্কাশন হত। প্রায় ২০ বছর আগে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে খালের উপর পাকা ব্রিজ নির্মিত হয়। সম্প্রতি আবু তাহের গ্রæপ সেই ব্রিজের দুই পাশের খাল ভরাট শুরু করে।

অভিযুক্ত আবু তাহের  জানান, ওই জমির তারা রেকডিয় মালিক। তাই তাদের জমিতে বালু ফেলা হয়েছে। গাছ লাগানো হচ্ছে।

ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী সরকারি খাল দখলকারী  চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।





আরও...