অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:১৬

remove_red_eye

২৮৪

দৌলতখান সংবাদদাতা : করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশের উৎপাদন। এই শ্লোগানকে সামনে রেখে রোববার ভোলার দৌলতখানে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল টাউন হলে  জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান’র সভাপতিত্বে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহফুজ হাচনাইন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন ভোলা-২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোল্লা এমদাদ উল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর আলম খান, ওসি তদন্ত সত্য রঞ্জন খাসকেল, হাজীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর ফয়েজুল্লাহ ফয়েজ, প্রেসক্লাব সম্পাদক মেহেদী হাসান শরীফ। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী পরিষদের সিনিয়র সহসভাপতি ও জেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম মাঝি। অনুষ্ঠানের সভাপতি ইউএনও পাঠান মো. সাইদুজ্জামানের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠান শেষে জাটকা সংরক্ষণ, মৎস্য সপ্তাহ পালন ও মৎস্য অভিযানের বিভিন্ন কাজে অবদান রাখার জন্য গিয়াস উদ্দিন মোল্যা,  আবুল কাশেম, আবদুল মন্নানকে সম্মাননা ও পুরস্কৃত করা হয়।