অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভেনিজুয়েলায় দুর্নীতি বিরোধী অভিযানে ৪২ কর্মকর্তা গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৫০

remove_red_eye

২০৯

ভেনিজুয়েলায় রাষ্ট্রীয় তেল কোম্পানী পিডিভিএসএসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোতে দুর্নীতিবিরোধী অভিযানে ৪০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। 
প্রসিকিউটরের কার্যালয় থেকে শনিবার এ কথা জানানো হয়েছে।
দুর্নীতিবিরোধী পুলিশের ইস্যু করা বিবৃতির প্রেক্ষিতে গত ১৭ মার্চ এ অভিযান শুরু করা হয়। এতে ভয়াবহ দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর মতো অপরাধের সাথে যুক্ত কর্মকর্তাদের বিচারের কথা বলা হয়।
এদিকে দেশটির ক্ষমতাবান তেল মন্ত্রী তারেক আল আইসামি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন। 
রাষ্ট্রীয় তেল কোম্পানী পিডিভিএসএ ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোতে দুর্নীতিবিরোধী এ অভিযান চালানো হচ্ছে। 
এর্টনি জেনারেল তারেক উইলিয়াম সাব টুইটারে বলেছেন, প্রসিকিউটর কার্যালয় নানা ধরনের দুর্নীতিতে জড়িত থাকায় এ পর্যন্ত ৪২ কর্মকর্তাকে গ্রেফতার করেছে। 
মার্কিন নিষেধাজ্ঞায় থাকা আইসামি ক্ষমতাসীন দলেই অংশ। তিনি ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 
অপরাধী চক্র কি পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে তা প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এর পরিমাণ অন্তত তিনশ কোটি মার্কিন ডলার।

সুত্র বাসস





আরও...