অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দুস্থ ও অসহায়ের পাশে দাঁড়ালেন পুলিশ সদস্য জীবন মাহমুদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ রাত ০৮:৪৭

remove_red_eye

৩৫৫

মোঃ ইসমাইল : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১১ জন দুস্ত ও অসহায়ের মাঝে সেলাই মেশিন, ছাগল ও নগর অর্থ বিতরণ করেছেন পুলিশ সদস্য জীবন মাহমুদ।
শুক্রবার (৩১ মার্চ) দুপুরের দিকে  উপজেলার টবগী ইউনিয়নের দফাদার বাড়ি জামে মসজিদ এর মাঠে ওই এলাকার অসহায়দের মাঝে সেলিম মেশিন, ছাগ ও নগর অর্থ বিতরন করা হয়।
এসময় দুস্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থানের জন্য ৫টি সেলাই মেশিন, ৩ টি ছাগল বিতরণ করা হয়েছে। এবং ৩ জন কে নগদ ৩০ হাজার টাকা দেওয়া হয়।

সেলাই মেশিন পাওয়া  অসহায় আমেনা বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। সেলাই মেশিন আমার অভাবের সংসারে একমাত্র আয়ের উৎস হল। জীবন মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমার মতো অসহায়কে সহযোগীতা করার জন্য। রমজান মাস, রোজা রাখে আমি তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে অনেক বছর বাঁচিয়ে রাখে।

হাফিজ ইব্রাহিম মহা বিদ্যালয়ের প্রভাষক মো. জাকারিয়া আজম বলেন, প্রতিটি সেলাইমেশিন একেকটি পরিবারের অভাব অনটন দূর করতে সহায়তা করবে। আত্মকর্মসংস্থানে এসব সেলাইমেশিন গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করেন তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন সময় পুলিশ সদস্য জীবন মাহমুদ অসহায় মানুষের কষ্ট লাগব করতে পাশে দাড়িয়ে অপরিসীম ভুমিকা পালন করেন। আমরা এ জীবন মাহমুদ কে মানবিক পুলিশ হিসেবে চিনি।

পুলিশ সদস্য জীবন মাহমুদ জানান, এখন পর্যন্ত তিনি প্রায় অর্ধশত পরিবার কে কর্মসংস্থান করে দিয়েছেন। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তিনি কর্মসংস্থানের ধারা অব্যাহত রাখবেন।

পুলিশ সদস্য জীবন মাহমুদ ভোলা বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের মনিরাম বাজার এলাকার দফারফা বাড়ির মো. শাহাবুদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে বরিশাল জেলায় কর্মরত আছেন।