অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২০ রাত ০৩:১৫

remove_red_eye

৪৮৮



লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮ এর গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। এসময় নিখিল ষ্টোর, মামুন ষ্টোর ও জাহাঙ্গীর ষ্টোরে অভিযান চালিয়ে প্রায় ১৯ শত কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। অবৈধ এসব পলিথিন ব্যাগ রাখার দায়ে ওই ৩ ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও হাবিবুল হাবিবুল হাসান রুমি।এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়াসহ র‌্যাব-৮ এর সদস্যরা।