অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় কালেকট্ররেট সহকারীদের আবারও কর্মবিরতি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২০ বিকাল ০৫:৪৮

remove_red_eye

৪৯৭


বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশ বাস্তবায়নের দাবিতে ভোলায় কালেকট্ররেট সহকারী সমিতির ব্যানারে জেলা প্রশাসনের কর্মচারীরা আবারও কর্ম বিরতি শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেন। তারা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান নেয়। এতে করে প্রায় অচল হয়ে পড়ে জেলা প্রশাসক কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।

ভোলায় কালেকট্ররেট সহকারী সমিতির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে এ সময় বক্তারা জানান, ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের পদবী ও বেতন পরিবর্তনের জন্য জনপ্রশাসন সচিবকে নির্দেশ দেন। যা বাস্তবায়িত হয় নি। ওই নির্দেশ বাস্তবায়নের দাবিতে তাদের আন্দোলন শুরু হয়েছে। তাদের দাবী মানা না হলে হাজিরা খাতায় স্বাক্ষর করে আগামী ২৫,২৬ ও২৭ ফেব্রæয়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও তারা জানান।