অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানের জন্য দোয়া কামনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৩ বিকাল ০৫:৩৫

remove_red_eye

৫২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। বর্তমানে (শুক্রবার সন্ধ্যা) তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার চিকিৎসকবৃন্দ।
পারিবারিক সুত্রে জানা যায়, ৩০ মার্চ বুধবার গভীর রাতে শ্বাসকষ্ট জনিত সমস্যা গুরুতর হলে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে ভোলা সদর হাসপাতালের চিকিৎসকবৃন্দ পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রæত তাকে ঢাকা পিজি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। দুপুর ৩টার দিকে এয়ার এ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তিনি অনেকটাই শঙ্কামুক্ত। তবে অধিকতর শতর্কতা হিসেবে তাকে ৭২ ঘণ্টা নিবিঢ় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মহান আল্লাহ তায়ালা যাতে এম হাবিবুর রহমানকে দ্রæত সুস্থতা দান করেন এ জন্য তার পরিবার এবং দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা কারা হয়।





আরও...