অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার দুই সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার সেবা চালু


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৩ বিকাল ০৫:০৬

remove_red_eye

৩৩৮

অচিন্ত্য মজুমদার : ভোলা সরকারি ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের বৈকালিক চেম্বার কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
এখন থেকে প্রতিদিন বিকাল ৩ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত ২ জন চিকিৎসক সেবা প্রত্যাশী রোগীদের এ সেবা দিবেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ।
এদিকে উদ্বোধনের প্রথম দিন ভোলার ২৫০ শয্যার জেনারেল  হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে দেখা গেলেও  ছিলনা তেমন রোগীদের চাপ। প্রচার-প্রচারনা না থাকায় রোগীদের ভীড় নেই বলে জানালেন চিকিৎসকরা। তবে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর  আশ্বাস দিয়েছেন ভোলা ২৫০ শয্যার জেনালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে একজন অধ্যাপকের ফি ধরা হয়েছে ৪০০ টাকা, সহযোগী অধ্যাপক ৩০০ টাকা, সহকারী অধ্যাপক ২০০ টাকা এবং এমবিবিএস চিকিৎসক ফি ১৫০ টাকা।
সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্থ্যা ৬টা পর্যন্ত তাঁরা হাসপাতালে নিজস্ব চেম্বারে বসে নির্ধারিত এই ফিতে রোগী দেখবেন।
উল্লেখ্য, পাইলট প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের অল্প সংখ্যক জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।





আরও...